অনশনে ১৩০০ বন্দি

বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আজ সকাল থেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অনশনে বসেছেন অন্তত ১৩০০ বন্দি। তল্লাসির নামে মাঝেমধ্যেই জেল কর্তৃপক্ষ বন্দিদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় বলে অভিযোগ অনশনকারীদের। সেই সঙ্গে জেলের খাবারের গুণগত মান নিয়েও অভিযোগ রয়েছে বন্দিদের। এর আগে একাধিকবার জেল কর্তৃপক্ষকে অভাব অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Updated By: Oct 9, 2011, 05:26 PM IST

বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আজ সকাল থেকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে অনশনে বসেছেন অন্তত ১৩০০ বন্দি। তল্লাসির নামে মাঝেমধ্যেই জেল কর্তৃপক্ষ বন্দিদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় বলে অভিযোগ অনশনকারীদের। সেই সঙ্গে জেলের খাবারের গুণগত মান নিয়েও অভিযোগ রয়েছে বন্দিদের। এর আগে একাধিকবার জেল কর্তৃপক্ষকে অভাব অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উর্ধতন কর্তৃপক্ষের কাছ থেকে সমস্যা সমাধানের আশ্বাস না মেলা পর্যন্ত অনশন চলবে বলেও জানিয়ে দিয়েছেন বন্দিরা। ইতিমধ্যেই ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ চক্রবর্তী সংশোধনাগার পরিদর্শনে যান। কয়েদিদের অভিযোগগুলি কারামন্ত্রীকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবেন বলেও আশ্বাস দিয়েছে তিনি।

.