লাইগেশন করাতে গিয়ে মৃত ২

লাইগেশন করাতে গিয়ে মৃত্যু হল আদিবাসী দুই মহিলার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনার পর চিকিত্‍সায় অবহেলার অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখায় স্থানীয় সিপিআইএম সমর্থকরা। স্বাস্থ্য দফতরের তরফে মৃত দুই মহিলার পরিবারের জন্য দু লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Updated By: Dec 15, 2012, 10:46 AM IST

লাইগেশন করাতে গিয়ে মৃত্যু হল আদিবাসী দুই মহিলার। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনার পর চিকিত্‍সায় অবহেলার অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখায় স্থানীয় সিপিআইএম সমর্থকরা। স্বাস্থ্য দফতরের তরফে মৃত দুই মহিলার পরিবারের জন্য দু লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
লাইগেশনের চিকিত্‍সার জন্য কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিলেন চাঁদমনি হেমব্রম ও ভবানী টুডু। দুজনেরই বাড়ি পানুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। কিন্তু অস্ত্রোপচারের পর মৃত্যু হয় ওই দুই মহিলার।
ঘটনার পর চিকিত্‍সায় অবহেলার অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখান স্থানীয় সিপিআইএম সমর্থকেরা। রাত একটা পর্যন্ত বিক্ষোভ চলে। ঘটনার তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা।
সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী একসঙ্গে ২৫ জনের বেশি লাইগেশন করা যায় না। বর্ধমানের সিএমওএইচ দীপায়ন হালদার বলছেন, রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া টার্গেট পূরণ করতে গিয়ে অনেক সময়ই মানা হয় না এই নিয়ম। তবে এক্ষেত্রে কী হয়েছিল সেবিষয়ে তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
কী কারণে ওই দুই মহিলার মৃত্যু হল, তা খতিয়ে দেখতে  তদন্ত কমিটি গড়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক। পাশাপাশি মৃতদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।  

.