মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে মৃত্যু পর্যটকের

মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল তিন মহিলার।

Updated By: Jul 21, 2012, 09:33 PM IST

মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল তিন মহিলার। বারাসতের বাসিন্দা চার মহিলা মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন। আজ সমুদ্রে স্নান করতে নেমে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তাঁরা। চিত্কার শুনে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তিনজনের। মৃতের নাম শেলি পাল, অঙ্কিতা পাল ও প্রিয়াঙ্কা ঘোষ। চতুর্থজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।   

.