চাঁদখালিতে মাছ ধরতে গিয়ে অপহৃত ৩ মত্স্যজীবী

Updated By: Apr 10, 2015, 09:11 AM IST
চাঁদখালিতে মাছ ধরতে গিয়ে অপহৃত ৩ মত্স্যজীবী

দক্ষিণ চব্বিশ পরগনার চাঁদখালিতে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের হাতে অপহৃত হলেন ৩ মত্‍স্যজীবী। বুধবার দুপুরে বাংলাদেশ সীমান্তে দশজন সশস্ত্র জলদস্যু মত্‍স্যজীবীদের ৩টি নৌকায় ব্যাপক লুঠপাট চালায়।ওই ৩ জনের বাড়িতে ফোন করে অপহরণকারীরা দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। জানা গেছে, ঝড়খালি ও মৌখালির বাসিন্দা তিরিশজন মত্‍স্যজীবী পাঁচদিন আগে মাছ ধরতে বেরিয়েছিলেন।

বুধবার জলদস্যুরা তাদের প্রায় সকলকেই বেধড়ক মারধর করে। সামাদ মোল্লা, মুশাহক মোল্লাসহ আরও একজনকে তুলে নিয়ে গেছে তারা। দলের অন্য মত্‍স্যজীবীরা বৃহস্পতিবার ফিরে এসেছেন। ইতিমধ্যেই গোটা ঘটনা জানিয়ে উপকূল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার পুলিস সুপারকেও বিষয়টি জানানো হয়েছে। অপহৃতদের এপর্যন্ত কোনও হদিস মেলেনি।

.