৩১টি লোকাল ট্রেন বাতিল
হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া অন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি। সকাল থেকে একটিমাত্র এক্সপ্রেস ট্রেন ছেড়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে।
ওয়েব ডেস্ক: হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া অন্য কোনও ট্রেন বাতিল করা হয়নি। সকাল থেকে একটিমাত্র এক্সপ্রেস ট্রেন ছেড়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে।
তবে ৩১টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ১০ টি পাঁশকুড়া-হাওড়া ইএমইউ লোকাল। দু-জোড়া মেচেদা-হাওড়া ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে। হাওড়া-আমতা শাখায় বাতিল হয়েছে আটটি লোকাল ট্রেন। বাতিল হয়েছে নটি উলুবেড়িয়া, বাগনান, কুলগাছিয়া-হাওড়া ইএমইউ লোকাল ট্রেনও। যে ইএমইউ ট্রেনগুলি হাওড়ায় ঢুকবে, সেগুলিকে মেদিনীপুর ও খড়্গপুর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও চালানো হচ্ছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেনও। দুপুরের পর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।