বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৪

বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার হিরাকুনিয়া গ্রামে। বিস্ফোরণে গোটা বাড়িটাই ভস্মীভুত হয়ে গিয়েছে। মৃতরা সকলেই মহিলা। গুরুতর আহত হয়েছেন আরও দু`জন। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।

Updated By: Nov 10, 2012, 10:00 AM IST

বেআইনি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার হিরাকুনিয়া গ্রামে। বিস্ফোরণে গোটা বাড়িটাই ভস্মীভুত হয়ে গিয়েছে। মৃতরা সকলেই মহিলা। গুরুতর আহত হয়েছেন আরও দু`জন। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।
যদিও এখনও বাড়ির মালিকের খোঁজ মেলেনি। কালীপুজো বা দীপাবলীর সময় বাজির রমরমা কারবার। বহু জায়গাতেই বেআইনি কারখানায় চলে বাজি তৈরি। পূর্ব মেদিনীপুরের হিরাকুনিয়া গ্রামের ওই বাড়িতেও ছিল তেমনই একটি বেআইনি বাজি তৈরির কারখানা। শুক্রবার রাতে আচমকাই বিস্ফোরণ হয় সেখানে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ঘটনার সময় বেশিরভাগ মহিলারাই বাজির কারখানায় কাজ করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। জেলা পুলিস সুপারের নেতৃত্বে এলাকায় পৌঁছয় পুলিস বাহিনী।
 
বিস্ফোরণে আহত হয়েছেন এক শিশুসহ দু`জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির মালিকের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার কাজ শুরু হয়েছে। এলাকা জুড়ে চলছে তল্লাশি। বিস্ফোরণের জেরে হিরাকুনিয়া সহ আশপাশের কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

.