জলপাইগুড়িতে সাইকেল বোমা বিস্ফোরণ মৃত ৫, আহত ৯, ঘটনাস্থলে সিআইডি

জলপাইগুড়ির পাহাড়পুরে সাইকেল বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৯ জন। বিস্ফোরণটি হয় পাহাড়পুরের বজরাপাড়ায় সেতুর ওপর । আহতদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি দল।

Updated By: Dec 26, 2013, 11:44 PM IST

জলপাইগুড়ির পাহাড়পুরে সাইকেল বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৯ জন। বিস্ফোরণটি হয় পাহাড়পুরের বজরাপাড়ায় সেতুর ওপর । আহতদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি দল।

ফাঁকা রাস্তার ওপর ঘটে সাইকেল বোমা বিস্ফোরণ। এখনও কোনও সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কেএলওর শহিদ দিবসে এই বিস্ফোরণ হওয়ায়, পুলিস এই নাশকতায় সন্দেহ করছে কেএলওকে। এর আগে এই ধরণের বিস্ফোরণ আগে দেখা গিয়েছিল কোচবিহার, আলিপুরদুয়ারে। পুলিসের কাছে খবর ছিল বেশ কিছুদিন ধরেই কেএলওর সংগঠন ফের মাথাচাড়া দিচ্ছে।

মনে করা হচ্ছে এ দিন কোনও কারণে মানুষের দৃষ্টি আকর্ষণ করে ভিড় জমা করা হয়েছিল ফাঁকা রাস্তায়। এলাকার প্রতিটা থানায় সতর্কতা জারি করা হয়েছে।

.