রাজরোষেও দমছেন না কামদুনি স্কুলের প্রধানশিক্ষক
টুম্পা কয়াল, মৌসুমি কয়ালের পর এবার রাজরোষে কামদুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রদীপ মুখার্জি। অপরাধ, স্কুলেরই প্রাক্তন ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় চুপ করে থাকতে পারেননি, প্রতিবাদ করেছিলেন। কামদুনির আরও অনেকের মতোই তেরো তারিখ স্কুলেরই ছাত্রীদের নিয়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে। প্রতিবাদ করায় পড়ে গেলেন রাজরোষে।
টুম্পা কয়াল, মৌসুমি কয়ালের পর এবার রাজরোষে কামদুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রদীপ মুখার্জি। অপরাধ, স্কুলেরই প্রাক্তন ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় চুপ করে থাকতে পারেননি, প্রতিবাদ করেছিলেন। কামদুনির আরও অনেকের মতোই তেরো তারিখ স্কুলেরই ছাত্রীদের নিয়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে। প্রতিবাদ করায় পড়ে গেলেন রাজরোষে।
স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে তড়িঘড়ি পাঠানো হয়েছে শোকজ নোটিস। কিন্তু, সরকারি নোটিসও বিন্দুমাত্র দমাতে পারেনি প্রধানশিক্ষক প্রদীপ মুখার্জিকে। তাঁর সাফ কথা, অন্যায়ের বিরুদ্ধে আবারও প্রতিবাদ করবেন তিনি। তাঁর একমাত্র মেয়ের প্রশ্ন, অন্যায়ের প্রতিবাদ করায় কেন রাজরোষে পড়তে হল তাঁর বাবাকে?