চালকের তত্‍পরতায় বেঁচে গেল হাওড়া-মেদিনীপুর লোকালের কয়েক হাজার রেলযাত্রীর প্রাণ

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল মেদিনীপুর লোকাল। হাওড়া স্টেশনে আসার আগে টিকিয়াপাড়ার কাছে মরণফাঁদ অপেক্ষা করেছিল। সকাল সাড়ে নটা নাগাদ টিকিয়াপাড়া থেকে হাওড়া স্টেশনের দিকে আসছিল ডাউন মেদিনীপুর লোকাল।

Updated By: Dec 9, 2013, 12:44 PM IST

চালকের তত্‍পরতায় বড়সড় বিপর্যয়ের হাত থেকে বাঁচল মেদিনীপুর লোকাল। হাওড়া স্টেশনে আসার আগে টিকিয়াপাড়ার কাছে মরণফাঁদ অপেক্ষা করেছিল। সকাল সাড়ে নটা নাগাদ টিকিয়াপাড়া থেকে হাওড়া স্টেশনের দিকে আসছিল ডাউন মেদিনীপুর লোকাল।

তখনই চালক দেখতে পান ওভারহেড তার ছেঁড়া রয়েছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামান তিনি। তার ছিঁড়ে হাওড়া খড়গপুর রুটের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তার মেরামতি করা শুরু হচ্ছে।

টিকিয়াপাড়ার কাছে ওভারহেড়ের তার ছিঁড়ে ঝুলছিল। হঠাত্‍ই ওই মেদিনীপুর লোকালের ট্রেনের চালকের চোখ যায় ওভারহেড়ের তারের দিকে। তত্‍পরতার সঙ্গে তিনি ট্রেন থামিয়ে দেন। চালকের এই তত্‍পরতায় রক্ষা পেল কয়েক হাজার যাত্রীর প্রাণ।

.