প্রেমে প্রত্যাখাত হয়ে ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল 'রোমিও'

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অ্যাসিডে জখম হয়েছে ছাত্রীর বোন ও ভাই। তিনজনই হাসপাতালে ভর্তি।

Updated By: Nov 7, 2014, 08:23 PM IST
প্রেমে প্রত্যাখাত হয়ে ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ল 'রোমিও'

বহরমপুর: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারল এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অ্যাসিডে জখম হয়েছে ছাত্রীর বোন ও ভাই। তিনজনই হাসপাতালে ভর্তি।

জলঙ্গির সাধিখানদিয়া হাইস্কুলের ওই ছাত্রীকে প্রায় প্রতিদিন বিরক্ত করত  রিপন শেখ নামে এক যুবক। ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় ছাত্রীটি। গতকাল রাত্রে ওই ছাত্রীর বাড়িতে চড়াও হয় রিপন শেখ ও তার এক বন্ধু। ঘুমন্ত ছাত্রীর মুখে অ্যাসিড ছোড়ে ওই যুবক। ছাত্রী সঙ্গে ছাত্রীর বোন ও ভাইয়ের মুখে অ্যাসিড লাগে। ছাত্রীর দুটি চোখই অ্যাসিডে হানায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত। অভিযুক্ত রিপন সেখ ও তার বন্ধুকে গ্রেফতার করেছে পুলিস।

.