মুর্শিদাবাদে সরকারি হোমে ৬ মাসে ২৬ জন আবাসিকের মৃত্যু, হোম পরিদর্শনে ক্ষুদ্ধ অধীর চৌধুরী

ফের কাঠগড়ায় সরকারি হোম। মুর্শিদাবাদের কান্দির মহালিন্দি হোমে গত ৬ মাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই হোমে মৃত্যু হয়েছিল ৩০ জনের। অপুষ্টি, চিকিত্সার অভাবে ধুকছেন হোমের মানসিক ভারসাম্যহীন আবাসিকরা। সোমবার হোম পরিদর্শনে গিয়ে ক্ষোভ ফেটে পরেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। যদিও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র জানিয়েছেন আবাসিক মৃত্যুর খবর নেই।কান্দির মহালিন্দি হোম।

Updated By: Dec 17, 2013, 06:46 PM IST

ফের কাঠগড়ায় সরকারি হোম। মুর্শিদাবাদের কান্দির মহালিন্দি হোমে গত ৬ মাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত বছর এই হোমে মৃত্যু হয়েছিল ৩০ জনের। অপুষ্টি, চিকিত্সার অভাবে ধুকছেন হোমের মানসিক ভারসাম্যহীন আবাসিকরা। সোমবার হোম পরিদর্শনে গিয়ে ক্ষোভ ফেটে পরেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। যদিও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র জানিয়েছেন আবাসিক মৃত্যুর খবর নেই।কান্দির মহালিন্দি হোম।

প্রায় ১৫০ জন মানসিক ভারসাম্যহীন রয়েছেন এই হোমে। হোম কর্তপক্ষের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছিল বহুদিন ধরেই। অভিযোগ উঠছিল সরকারি হোমের পরিবেশ নিয়েও। গত বছর এই হোমে মৃত্যু হয় তিরিশ জনের। গত ছয় মাসে হোমের ২৬ জন আবাসিকের মৃত্যু হয়েছে। সোমবার এই হোম পরিদর্শনে যান রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। হোমে গিয়ে রীতি মতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। অভিযোগ, ঠিকমতো, খাবার, পোশাক , চিকিত্সা পরিষেবা কিছুই জোটেনা এই হোমের আবাসিকদের। সরকারি উদাসিনতায় হোমের জীবন রীতিমতো নরক যন্ত্রণা।

৯ জন আবাসিকের মৃত্যুর কথা স্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। যদিও সমাজ কল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্রর দাবি আবাসিক মৃত্যুর কোনও খবরই নেই তাঁর কাছে।

মানসিক ভারসাম্যহীন ভবঘুরে তাদের সুস্থ জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছে সরকারি হোম। অভিযোগ, সুস্থ জীবন তো দূরের কথা আবাসিকদের জীবনের নূন্যতম প্রয়োজনীয়তাও মেটানো হয়না এই হোমে। শীতেও অধিকাংশ আবাসিকের পোশাক নেই। অপুষ্টি নিত্যদিনের সঙ্গী। ফলে সুস্থ হওয়াতো দূরস্থান অবসাদের অন্ধকারে তলিয়ে যাচ্ছেন অধিকাংশ আবাসিক।

.