বাসের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে উত্তেজনা রায়গঞ্জে

বাসের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আজ সকালে কুলিক ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য এক ছাত্রীও। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। প্রতিবাদে ছাত্রীর দেহ আটকে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

Updated By: Feb 21, 2017, 06:17 PM IST
বাসের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে উত্তেজনা রায়গঞ্জে

ওয়েব ডেস্ক: বাসের ধাক্কায় ছাত্রীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। আজ সকালে কুলিক ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্য এক ছাত্রীও। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের অবস্থা খারাপ হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। প্রতিবাদে ছাত্রীর দেহ আটকে, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

এদিকে, পঞ্চায়েত প্রধানের দুর্নীতির প্রতিবাদ করে হুমকির মুখে পঞ্চায়েত দফতরের নির্বাহী সহায়ক। নদিয়ার হাবিবপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। নির্বাহী সহায়ক অরূপ দেবের অভিযোগ,  গ্রামের দুটি রাস্তা তৈরি নিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন পঞ্চায়েত প্রধান শান্তি পার্সি। সম্পূর্ণ গোপনে টেন্ডার ডেকে এক সংস্থাকে লক্ষাধিক টাকার বরাত দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। যদিও, এই অভিযোগ উড়িয়েছেন পঞ্চায়েত প্রধান। (আরও পড়ুন- ভাঙড়ের কাশিপুরে মদ্যপের মারে আক্রান্ত বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক)

.