ফাঁকা অফিস, ফাঁকা চেয়ারেই চলছে আলিপুরদুয়ারের শিশু বিকাশ কেন্দ্র
অফিস আছে। আছে চেয়ারও। কিন্তু সবই ফাঁকা। বড়কর্তা আসেন মাসে দুদিন। বড়বাবু আসেন বেলা একটার পর। আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের আইসিডিএস অফিসে শুধুই নেই নেই রব।
ফাঁকা অফিস। ফাঁকা চেয়ার। ২৪ ঘণ্টার ক্যামেরায় ধরা পড়ল এই ছবি।
আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের আইসিডিএস অফিস। দুর্ভোগ সহ্য করতে হচ্ছে আইসিডিএস কর্মীদের। ঘর নেই। কারও বাড়ির উঠোনেই বসে শিশুশিক্ষার আসর। মা ও শিশুদের চেহারার হাল ফেরাতে তৈরি হয়েছে মা ও শিশু বিকাশ কেন্দ্র। কেমন চলে কেন্দ্রগুলি? মায়েদের বিস্তর অভিযোগ।
কুমারগ্রাম ব্লকের সিংহভাগ শিশু বিকাশ কেন্দ্র চলছে এভাবেই। অথচ দফতরের আধিকারিকদের কোনও হেলদোল নেই। আধিকারিক অরিন্দম ভাদুড়ি কুমারগ্রাম এবং কালচিনি, দুটি ব্লকেরই দায়িত্বে। তাই আধিকারিকদের ঘরের দরজায় তালা ঝোলে গোটা মাস ধরেই। বড়বাবু সুহৃদ মুখার্জি আসেন বেলা একটার পর। তাঁর সাফাই, কর্মী নেই। যাঁরা আছেন তাঁরাও অসুস্থ।
যে অফিস মা ও শিশুদের চেহারার হাল ফেরাবে, সেই অফিসের চেহারাই বেহাল।