চিকিত্‍সার গাফিলতিতে ভাঙচুর মালদার একটি নার্সিংহোম

চিকিত্‍সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে অবাধে ভাঙচুর চলল মালদার একটি নার্সিংহোমে।

Updated By: Jul 23, 2016, 07:04 PM IST
চিকিত্‍সার গাফিলতিতে ভাঙচুর মালদার একটি নার্সিংহোম
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: চিকিত্‍সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে অবাধে ভাঙচুর চলল মালদার একটি নার্সিংহোমে।

পুরাতন মালদার একটি নার্সিংহোমে তিনদিন আগে ভর্তি করা হয় অসুস্থ এক কিশোরকে। ভর্তির পর অ্যাপেনডিক্স অপারেশন করা হয় তার। তবে অপারশনের পর অবস্থার অবনতি হয় রোগীর। এই পরিস্থিতিতে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেন, অসুস্থ কিশোরের চিকিত্‍সার পরিকাঠামো তাদের নেই। রোগীকে অন্যত্র নিয়ে যেতে বলেন তাঁরা।

আরও পড়ুন-আন্ত্রিকের প্রকোপ বাঁকুড়ার তেতুলডাঙা ও অধিরামপুর গ্রামে, আক্রান্ত শতাধিক

এরপরেই কিশোরকে নিয়ে যাওয়া হয় অন্য নার্সিংহোমে। সেখানকার চিকিত্‍সকেরা জানান, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওই রোগীর। এরপরেই পুরাতন মালদার ওই নার্সিংহোমে ভাঙচুর চালান মৃত কিশোরের পরিজনেরা।

.