টিউবওয়েলে তালা! ৫ দিন জল পেল না অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশুরা

Updated By: Jul 14, 2015, 08:28 PM IST
টিউবওয়েলে তালা! ৫ দিন জল পেল না অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশুরা
picture representational

অঙ্গনওয়ারি কেন্দ্রের টিউবওয়েলে তালা ঝুলিয়ে দিলেন ভূমি সংরক্ষণ দফতরের এক কর্মী। আর তার জেরেই পাঁচদিন ধরে পানীয় জল পেল না অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশুরা। রান্না হল না  মিড-ডে মিলও। বীরভূমের

মহম্মদবাজারের পলাশবনির ঘটনা। শেষপর্যন্ত বিডিও আর স্কুল পরিদর্শক এসে খোলালেন তালা।  জানিয়ে দিলেন এমন কাজ করলে আগামিদিনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাড়ির পাশেই অঙ্গনওয়ারি কেন্দ্র। তার পাশেই টিউবওয়েল।  বাড়ির মালিকের অভিযোগ, রোজ টিউব ওয়েলের  জল  এসে জমা হয় তাঁর বাড়ির দেওয়ালের গায়ে। তাতেই নষ্ট হয়ে যাচ্ছে দেওয়াল। এতবড় অন্যায় কি

মেনে নেওয়া যায়? তাই টিউবওয়েলে তালা ঝুলিয়ে দিয়েছিলেন মানুয়ার মোমিন। তাও প্রায় দিন পাঁচেক আগে। আর তাই পানীয় জলটুকুও পাচ্ছিল না পলাশবনি অঙ্গনওয়ারি  কেন্দ্রের  শিশুরা। জলের অভাবে  বন্ধ

হয়ে যায় ওদের মিড-ডে মিলের রান্নাও। বহুবার অনুরোধ করার পরও তালা খোলেননি মানুয়ার মোমিন। উপায় না দেখে  বিডিও-র কাছে ছুটে যান বাসিন্দারা। স্কুল পরিদর্শককে নিয়ে পলাশবনিতে পৌছতেই....

তবে মানোয়ার মোমিনের কোনও ওজর ধোপে টেকেনি। দাঁড়িয়ে থেকে টিউবওয়েলের তালা খুলিয়েছেন বিডিও। এরপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন  বাসিন্দারা। এবার আর অঙ্গনওয়ারি কেন্দ্রে গিয়ে জলকষ্টে পড়তে

হবে না ওদের ছেলেমেয়েদের।

 

.