দু মাস বন্ধ থাকার পর খুলে গেল হুগলির অ্যাঙ্গাস জুটমিল
দু মাস বন্ধ থাকার পর খুলে গেল হুগলির অ্যাঙ্গাস জুটমিল। আজ মেন্টেন্যান্স বিভাগের চল্লিশ জন শ্রমিক কাজে যোগ দেন। গত তিরিশে ডিসেম্বর জুটমিলে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। জট খুলতে দোসরা ফেব্রুয়ারি শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে ত্রিপাক্ষিক বৈঠক বসে। সেখানেই মিল খোলার সিদ্ধান্ত হয়। দিনকয়েক মেন্টেন্যান্সের কাজ চলার পর পুরো মাত্রায় উত্পাদন শুরু হয়ে যাবে। কাজ ফিরে পাবেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। এই খবরে স্বভাবতই হাসি ফিরেছে জুটমিলের শ্রমিকদের। ফের কাজ পাওয়া যাবে এবং দুটো টাকা রোজগার হবে এই আশায় রয়েছেন তাঁরা।
ওয়েব ডেস্ক: দু মাস বন্ধ থাকার পর খুলে গেল হুগলির অ্যাঙ্গাস জুটমিল। আজ মেন্টেন্যান্স বিভাগের চল্লিশ জন শ্রমিক কাজে যোগ দেন। গত তিরিশে ডিসেম্বর জুটমিলে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। জট খুলতে দোসরা ফেব্রুয়ারি শ্রমমন্ত্রী মলয় ঘটকের ঘরে ত্রিপাক্ষিক বৈঠক বসে। সেখানেই মিল খোলার সিদ্ধান্ত হয়। দিনকয়েক মেন্টেন্যান্সের কাজ চলার পর পুরো মাত্রায় উত্পাদন শুরু হয়ে যাবে। কাজ ফিরে পাবেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। এই খবরে স্বভাবতই হাসি ফিরেছে জুটমিলের শ্রমিকদের। ফের কাজ পাওয়া যাবে এবং দুটো টাকা রোজগার হবে এই আশায় রয়েছেন তাঁরা।