বাঁধ ভাঙনেও চক্রান্তের তত্ত্ব- শিশির অধিকারি বললেন, মমতাকে অপদস্থ করতেই বারবার বাঁধ ভাঙা হচ্ছে
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরপর নদী বাঁধ ভাঙনেই সামনে এলো জেলার তৃণমূলের অন্দরের ভাঙন। শিশির অধিকারীর বক্তব্য, মমতা ব্যানার্জিকে অপদস্ত করতেই বাঁধ ভাঙল তিনবার। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের অভিযোগ, এলাকায় কাজের মানুষকে নিজেদের স্বার্থে বদনাম করছে দলেরই কেউ কেউ।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরপর নদী বাঁধ ভাঙনেই সামনে এলো জেলার তৃণমূলের অন্দরের ভাঙন। শিশির অধিকারীর বক্তব্য, মমতা ব্যানার্জিকে অপদস্ত করতেই বাঁধ ভাঙল তিনবার। রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের অভিযোগ, এলাকায় কাজের মানুষকে নিজেদের স্বার্থে বদনাম করছে দলেরই কেউ কেউ।
প্রসঙ্গত, রবিবার ফের কংসাবতীর বাঁধ ভেঙে প্লাবিত হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের বেশ কয়েকটি গ্রাম। দু মাসের মধ্যে এই নিয়ে তিন বার ভাঙে গড়পুরুষোত্তমপুরের কংসাবতীর বাঁধ। কিছুদিন আগেই পাইলিনের দাপটে বৃষ্টির জেরে ওই বাঁধ ভেঙেছিল। বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে৷ তার জেরেই বাঁধ ভেঙেছে বলে অনুমান৷
গত ২ মাসে এই নিয়ে ৩ বার ভাঙল কংসাবতীর বাঁধ৷ ২০০ মিটার বাঁধের মাঝখানের অংশটি ভেঙে যাওয়া হু হু করে ঢুকছে কংসাবতীর জল৷ ফের এই বাঁধ মেরামতিতে সেনাবাহিনীকে তলব করা হল। কংসাবতীর এই বাঁধ মেরামতি সেনাবাহিনী আসতে চলেছে।
তখন সেনাবাহিনী যুদ্ধকালীন তত্পরতায় বাঁধ মেরামতি করেছিল। ফের বাঁধ ভাঙায় ক্ষুব্ধ বানভাসিরা। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন কাঁথির বেশ কিছু এলাকা। ভেঙে পড়েছে বেশ কয়েকটি কাঁচাবাড়ি।