close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

রাজ্যে আরও একটি কারখানায় তালা ঝুলল

চলছে উতসবের মরশুম। সবে দুর্গা পুজো শেষ হল। এখনও বাকি কালী পুজো, ভাইফোঁটা। মানুষের কত খরচা। কিন্তু তারই মাঝে রাজ্যে আরও একটি কারখানায় তালা ঝুলল। আজ সকালে কাজে যোগ দিতে এসে নদিয়ার কল্যাণীর এ্যালক্রোম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শতাধিক শ্রমিক।

Updated: Oct 18, 2016, 02:01 PM IST
 রাজ্যে আরও একটি কারখানায় তালা ঝুলল

ওয়েব ডেস্ক: চলছে উতসবের মরশুম। সবে দুর্গা পুজো শেষ হল। এখনও বাকি কালী পুজো, ভাইফোঁটা। মানুষের কত খরচা। কিন্তু তারই মাঝে রাজ্যে আরও একটি কারখানায় তালা ঝুলল। আজ সকালে কাজে যোগ দিতে এসে নদিয়ার কল্যাণীর এ্যালক্রোম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শতাধিক শ্রমিক।

আরও পড়ুন বাস ভাড়া করা হোক এই পদ্ধতিতে, তাতে লাভ হবে সকলের

বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে মতের মিল না হওয়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মালিক পক্ষ। অসন্তোষের কথা মানলেও শ্রমিকদের দাবি, কখনই কাজ বন্ধ করেননি তাঁরা। সত্তরের দশকে তৈরি এই কারখানায় রঙ ও জুতোর কাজে ব্যবহৃত কেমিক্যাল তৈরি হত।

আরও পড়ুন  ভুবনেশ্বরের হাসপাতালে আগুনের সঙ্গে আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের মিল রয়েছে