মাধ্যমিক পরীক্ষা দিয়ে টানা ১১ বছর মার্কশিটের অপেক্ষায় শান্তিপুরের তাঁত শিল্পী

আনসার আলি। শান্তিপুরের সূত্রাগড়ের সামান্য তাঁত শিল্পী। টানা ১১ টা বছর ধরে অপেক্ষায় আছেন।  কীসের অপেক্ষা? শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

Updated By: Mar 22, 2015, 09:47 PM IST
মাধ্যমিক পরীক্ষা দিয়ে টানা ১১ বছর  মার্কশিটের অপেক্ষায় শান্তিপুরের তাঁত শিল্পী

ওয়েব ডেস্ক: আনসার আলি। শান্তিপুরের সূত্রাগড়ের সামান্য তাঁত শিল্পী। টানা ১১ টা বছর ধরে অপেক্ষায় আছেন।  কীসের অপেক্ষা? শুনলে অবাক হয়ে যাবেন আপনিও।

 স্বপ্ন ছিল ডাক্তার হবেন। কিন্তু, সূত্রাগড়ের আনসারের এখন দিন কাটে তাঁত বুনে।

 কেন হল না স্বপ্নপূরণ? অদৃষ্ট  না গাফিলতি?

আনসার বলছেন, "আমি রেজিস্ট্রেশন করিনি। কিন্তু, অ্যাডমিট এসেছিল, পরীক্ষাও দিয়েছিলাম।"

 রেজিস্ট্রেশন হয়নি। অথচ এসেছিল অ্যাডমিট। পরীক্ষাতেও বসেছিলেন। গোল বাঁধল পরীক্ষার পর। মার্কশিট এল না ।  কিন্তু, রেজিস্ট্রেশন ছাড়া কি করে পরীক্ষায় বসলেন আনসার? রেজিস্ট্রেশন না হলে অ্যাডমিটই বা পেলেন কি করে?
 রেজাল্টের খোঁজে এগারো বছর ধরে ছুটে বেড়াচ্ছেন আনসার আলি। রাষ্ট্রপতি থেকে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে পর্ষদ সভাপতি দ্বারস্থ হয়েছে সকলের।  নিট ফল জিরো। ভেঙেছে ধৈর্যের বাঁধ। গ্রাস করেছে হতাশা।

হতাশ আনসার বেদনার সুরে বলে ওঠেন, "লাইফ আর রাখব না." তবুও অপেক্ষা করছেন আনসার। টানা ১১ বছর। যদি কখনও মিরাকল ঘটে।  যদি কখনও হাতে আসে মাধ্যমিকের মার্কশিটটা।

.