"এবার ডুগডুগি বাজবে", নয়া দাওয়াই অনুব্রতর

ঢাকের পর এবার ডুগডুগি। বীরভূমের সিউড়িতে তৃণমূলের সভায় নতুন দাওয়াই অনুব্রত মণ্ডলের। বিতর্কিত নেতার মন্তব্য, বিধানসভা ভোটে ঢাক ঢোল যা বাজার বেজে গেছে। পঞ্চায়েত নির্বাচনে ডুগডুগি বাজবে।

Updated By: May 9, 2016, 10:10 AM IST

ওয়েব ডেস্ক : ঢাকের পর এবার ডুগডুগি। বীরভূমের সিউড়িতে তৃণমূলের সভায় নতুন দাওয়াই অনুব্রত মণ্ডলের। বিতর্কিত নেতার মন্তব্য, বিধানসভা ভোটে ঢাক ঢোল যা বাজার বেজে গেছে। পঞ্চায়েত নির্বাচনে ডুগডুগি বাজবে।

বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য 'বিখ্যাত' অনুব্রত মণ্ডল। 'গুড়-জল বাতাসা' থেকে বিরোধী দলের এজেন্টদের 'ম্যাজিক করে ভ্যানিশ' করে দেওয়া বারবার খবরে এসেছেন তিনি। নির্বাচন চলাকালীন এধরনের মন্তব্যের জেরেই তাঁকে নজরবন্দি করে কমিশন। কিন্তু, তাতেও তাঁর মুখে খুব একটা লাগাম পড়েনি। ভোট হয়ে গেলে 'চড়াম চড়াম করে ঢাক বাজবে' বলে জানিয়েছিলেন তিনি। এরপর গতকাল সিউড়িতে তাঁকে সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি পঞ্চায়েত ভোটে 'ডুগডুগি' বাজার কথা বলেন।

.