জামুরিয়াতে তলোয়ার নিয়ে ভোট করাচ্ছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের, পুলিসের দাবি 'ওরা' বিজেপি কর্মী, আসানসোলে আক্রান্ত সিপিএম

আসানসোলে হাতে বাঁশ তলোয়ার নিয়ে ভোট। মিছিলে রয়েছে পুলিস। বিরধীদের অভিযোগ তলোয়ার হাতে তৃণমূলের বাহিনী ঘুরে বেরাচ্ছে। পুলিসের পাল্টা অভিযোগ সন্ত্রাস সৃষ্টি করতেই বিজেপি কর্মীরা এই কাজ করছে।

Updated By: Oct 3, 2015, 10:43 AM IST
জামুরিয়াতে তলোয়ার নিয়ে ভোট করাচ্ছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের, পুলিসের দাবি 'ওরা' বিজেপি কর্মী, আসানসোলে আক্রান্ত সিপিএম

ওয়েব ডেস্ক: আসানসোলে হাতে বাঁশ তলোয়ার নিয়ে ভোট। মিছিলে রয়েছে পুলিস। বিরধীদের অভিযোগ তলোয়ার হাতে তৃণমূলের বাহিনী ঘুরে বেরাচ্ছে। পুলিসের পাল্টা অভিযোগ সন্ত্রাস সৃষ্টি করতেই বিজেপি কর্মীরা এই কাজ করছে।

আসানসোলে আক্রান্ত সিপিএম। তেরো নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী মানিক রুইদাসকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। অভিযুক্ত  তৃণমূল কংগ্রেস। মারধরে পা ভেঙেছে সিপিএম প্রার্থী  মানিক রুইদাসের। বুথ লুঠ ঠেকাতে লাঠিচার্জ করল পুলিস। অভিযোগ, আসানসোল বিসি কলেজের সামনে ছিয়াত্তর নম্বর বুথ লুঠের চেষ্টা হয়। বেধে যায় অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিস।

আসানসোলের জামুড়িয়ায় ভোটারদের বিক্ষোভের মুখে পড়ল পুলিস। ভোট দিতে না পারায় পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখান পাঁচ নম্বর ওয়ার্ডের ভোটাররা। মিলনসঙ্ঘের মাঠে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ভোটারদের। অভিযোগ, বুথে যাওয়ার আগে পথেই ভোটারদের হুমকি দেওয়া হয়। বলা হয়, তৃণমূলকে ভোট না দিলে বোমা মারা হবে। পুরো ঘটনার সময়ই পুলিস সামনে ছিল বলে অভিযোগ।

রণক্ষেত্র আসানসোলের জামুড়িয়া। এগারো নম্বর ওয়ার্ডে ব্যাপক ইটবৃষ্টি। পুলিসের সঙ্গে ভোটারদের খণ্ডযুদ্ধ। ভোট দিতে না পেরে পুলিসের সঙ্গে বচসা। পুলিসের লাঠিচার্জ। পুলিসের গাড়ি ভাঙচুর।

আসানসোল শিল্পাঞ্চল যাবে কার দখলে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ ভোটে আসানসোল পুরনিগম। পুনর্গঠিত পুরনিগমে ওয়ার্ড সংখ্যা একশো ছয়। গোষ্ঠীদ্বন্দ্ব সামলে কী মুখরক্ষা হবে তৃণমূলের? শাসকদলের বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ কতটা ছাপ ফেলবে ব্যালটে?  শিলিগুড়ি মডেলকে আসানসোলের মাটিতেও কি সফল করতে পারবেন বামেরা? প্রশ্নগুলোকে সামনে রেখেই আজ ভোটে আসানসোল। বড়সড় ফ্যাক্টর এখানে বিজেপিও। কারণ, লোকসভা ভোটে বিপুল সাফল্য এনে দিয়েছিল আসানসোল। সেটা ধরে রাখার স্বপ্নও দেখছে বিজেপি। আসানসোল পুরভোটে প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সশস্ত্র বাহিনী থাকবে প্রতিটি বুথেই। থাকবে সিসিটিভি নজরদারিও।

 

.