আসানসোলের বাস ধর্মঘট উঠে গেল
উঠে গেল আসানসোলের বাস ও মিনিবাস ধর্মঘট। দুই বাসশ্রমিককে মারধরের অভিযোগে সকাল থেকে বন্ধ ছিল ওই রুটের বাস ও মিনিবাস চলাচল। আজ, বার্ণপুর-রানিগঞ্জ রুটের মিনিবাসে করে দুই আইনজীবী যাচ্ছিলেন। সেইসময় ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে তাঁদের অশান্তি বাধে। অভিযোগ, কোর্টের কাছে দুই বাস শ্রমিককে ব্যাপক মারধর করা হয়। এর প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে বন্ধ করে দেওয়া হয় সমস্ত বাস ও মিনিবাস।
উঠে গেল আসানসোলের বাস ও মিনিবাস ধর্মঘট। দুই বাসশ্রমিককে মারধরের অভিযোগে সকাল থেকে বন্ধ ছিল ওই রুটের বাস ও মিনিবাস চলাচল। আজ, বার্ণপুর-রানিগঞ্জ রুটের মিনিবাসে করে দুই আইনজীবী যাচ্ছিলেন।
সেইসময় ভাড়া নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে তাঁদের অশান্তি বাধে। অভিযোগ, কোর্টের কাছে দুই বাস শ্রমিককে ব্যাপক মারধর করা হয়। এর প্রতিবাদে আসানসোল সিটি বাস স্ট্যান্ডে বন্ধ করে দেওয়া হয় সমস্ত বাস ও মিনিবাস। অবরুদ্ধ হয়ে পড়ে জিটি রোড। পরে,বেলায় পুলিস প্রশাসনের তরফে দোষীদের উপযুক্ত শাস্তির আশ্বাস দেওয়া হলে তুলে নেওয়া হয় ধর্মঘট।