সাংসদ মেলার অনুমতি দিল না আসানসোল পুরসভা

আসানসোলে সাংসদ মেলার অনুমতি দিল না আসানসোল পুরসভা। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলির সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করতে সাংসদ মেলার আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মত আসানসোলে ""সাংসদ মেলার'' আয়োজন করছেন এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল বারোই জানুয়ারি। আসানসোলের রেলের মাঠে মেলা প্রাঙ্গন তৈরির কাজও প্রায় শেষ। কিন্তু আসানসোলের মেয়র জানিয়েছেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী পুরনিগম মেলার অনুমতি দিচ্ছে না। ঘটনার তীব্র প্রতিবাদ করে ট্যুইট করেছেন সাংসদ বাবুল সুপ্রিয়। এর আগে বহুবার বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন জনকল্যাণমুখী যে কোন কাজ করতেই তাঁকে বাধা দেয় আসানসোল তৃণমূল নেতৃত্ব।

Updated By: Jan 9, 2017, 01:12 PM IST
সাংসদ মেলার অনুমতি দিল না আসানসোল পুরসভা

ওয়েব ডেস্ক: আসানসোলে সাংসদ মেলার অনুমতি দিল না আসানসোল পুরসভা। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পগুলির সঙ্গে সাধারণ মানুষকে পরিচিত করতে সাংসদ মেলার আয়োজন করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মত আসানসোলে ""সাংসদ মেলার'' আয়োজন করছেন এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়। মেলা উদ্বোধন হওয়ার কথা ছিল বারোই জানুয়ারি। আসানসোলের রেলের মাঠে মেলা প্রাঙ্গন তৈরির কাজও প্রায় শেষ। কিন্তু আসানসোলের মেয়র জানিয়েছেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট অনুযায়ী পুরনিগম মেলার অনুমতি দিচ্ছে না। ঘটনার তীব্র প্রতিবাদ করে ট্যুইট করেছেন সাংসদ বাবুল সুপ্রিয়। এর আগে বহুবার বাবুল সুপ্রিয় অভিযোগ করেছেন জনকল্যাণমুখী যে কোন কাজ করতেই তাঁকে বাধা দেয় আসানসোল তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন নোট বাতিল কাণ্ডে প্রধানমন্ত্রীকে তলব করতে পারে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি

আরও পড়ুন আগামী ১৩ তারিখ পর্যন্ত কার্ডে পেট্রোল পাম্প থেকে তেল কেনা যাবে

.