শিলিগুড়ির পর এবার আসানসোলেও বামেদের স্ট্র্যাটেজি 'অশোক মডেল'

বিধাননগরের পর এবার আসানসোল। ফের সিলমোহর শিলিগুড়ি মডেলে। পুর নির্বাচনে ভোট লুঠ রুখতে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একজোট হওয়ার ডাক দিলেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী।  দুহাজার ষোলের বিধানসভা নির্বাচনেও ভোট সন্ত্রাস রুখতে সব বাম গণসংগঠনকে নিয়ে মঞ্চ গড়ছে সিপিএম। সেই মঞ্চে কংগ্রেসকেও পাশে চান বাম নেতৃত্ব।

Updated By: Sep 26, 2015, 06:21 PM IST
শিলিগুড়ির পর এবার আসানসোলেও বামেদের স্ট্র্যাটেজি 'অশোক মডেল'

ওয়েব ডেস্ক: বিধাননগরের পর এবার আসানসোল। ফের সিলমোহর শিলিগুড়ি মডেলে। পুর নির্বাচনে ভোট লুঠ রুখতে সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একজোট হওয়ার ডাক দিলেন সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী।  দুহাজার ষোলের বিধানসভা নির্বাচনেও ভোট সন্ত্রাস রুখতে সব বাম গণসংগঠনকে নিয়ে মঞ্চ গড়ছে সিপিএম। সেই মঞ্চে কংগ্রেসকেও পাশে চান বাম নেতৃত্ব।

ভোটের দিন সন্ত্রাস হচ্ছে বলে চিত্‍কার করে লাভ হয় না। লাভ হয় না  নির্বাচন কমিশনে নালিশ জানিয়েও। একথা হাড়ে হাড়ে টের পেয়েছেন সিপিএম নেতারা।  তাই পুরনির্বাচনে সন্ত্রাস হবে ধরে নিয়ে আগে ভাগে ময়দানে নেমে পড়েছেন বাম নেতারা। হাতিয়ার শিলিগুড়ি মডেল। আসানসোলে সিপিএমের মুখ বংশগোপাল চৌধুরী বলছেন, ভোট লুঠ রুখতে নির্বাচনের দিন একজোট হয়ে পথে নামতে হবে।

আসানসোলে পুরভোটের আগে বংশগোপালের এই ডাক বেশ সাড়া জাগিয়েছে।  কংগ্রেস প্রার্থী রণবীর সিং সিপিএমকে ইউনাইটেড ফ্রন্ট গড়ার উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন। শুধু তেসরা অক্টোবরের পুরভোট নয়। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এখনই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়েছে সিপিএম। তাঁরা ধরে নিচ্ছেন দুহাজার ষোলোর ভোটে ব্যাপক সন্ত্রাস করবে শাসকদল। আর তাই নতুন মঞ্চ করছে বামেরা।

বামেদের নতুন এই মঞ্চে নিজেদের সমস্ত গণসংগঠনের সঙ্গে কংগ্রেসকেও পাশে চাইছে সিপিএম। শাসকবিরোধী মঞ্চে কংগ্রেস থাকবে কি থাকবে না, তানিয়ে সিপিএমের অন্দরে একাধিক মত রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেবের মত নেতারা মনে করেন, তৃণমূলকে হটাতে এই সমীকরণ জরুরি। উল্টোদিকে রয়েছেন বিমান বসু, সূর্যকান্তের মত কট্টরপন্থীরা। তবে শিলিগুড়ে অশোক মডেল কার্যকরি হওয়ায় আবার নতুন করে এনিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে আলিমুদ্দিন।

 

.