হুগলিতে আক্রান্ত সিপিআইএম নেতা
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সিপিআইএমের এক শিক্ষক নেতা। হুগলি জেলার আরামবাগের গোলপুকুর এলাকায় গতকাল রাতে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীদের প্রহারে আহত ওই শিক্ষককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সিপিআইএমের এক শিক্ষক নেতা। হুগলি জেলার আরামবাগের গোলপুকুর এলাকায় গতকাল রাতে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীদের প্রহারে আহত ওই শিক্ষককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
হুগলির খানাকুলের ঘোষপুর নেতাজি ইউনিয়ন হাইস্কুলের শিক্ষক হরিমোহন মালিক। রবিবার রাতে বাড়ি ফেরার পথে জনাকয়েক দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে। স্থানীয় লোকেরা আহত হরিমোহন মালিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হরিমোহন মালিকের অভিযোগ, হামলাকারীরা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থক। এই ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।
কেন হরিমোহন মালিককে হঠাত্ মারা হল? হরিমোহন মালিক নিজে সিপিআইএম নেতা। একই সঙ্গে অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য। তাঁর দাদা শক্তিমোহন মালিক আরামবাগের সিপিআইএম সাংসদ। সেই আক্রোশ থেকেই তৃণমূলের লোকজন তাঁকে মারধর করেছে বলে অভিযোগ হরিমোহন মালিকের। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে হামলার কথা অস্বীকার করা হয়েছে।