ঝালমুড়ির পর গান, প্রতিষ্ঠাদিবসে তৃণমূলের মঞ্চ থেকে গান গাইলেন বাবুল
ঝালমুড়ির পর এবার গান। বছরের শুরুতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে গান গাইলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে আসানসোলের কর্পোরেশন মোড়ে তৃণমূলের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় কর্পোরেশন মোড়ের সামনে দিয়েই দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন বিজেপি সাংসদ। এরপর সব্বাইকে চমকে দিয়ে সটান মঞ্চে উঠে পড়েন তিনি। মঞ্চে উঠতেই মেয়র জীতেন্দ্র কুমার তিওয়ারির তরফে আসে গানের অনুরোধ। যেমন বলা তেমন কাজ। সঙ্গে সঙ্গে গান ধরলেন বাবুল। পরে ফের দলীয় সভার উদ্দেশ্যে রওনা দেন বাবুল ।
ওয়েব ডেস্ক: ঝালমুড়ির পর এবার গান। বছরের শুরুতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৃণমূলের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানে গান গাইলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। প্রতিষ্ঠাদিবস উপলক্ষ্যে আসানসোলের কর্পোরেশন মোড়ে তৃণমূলের একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় কর্পোরেশন মোড়ের সামনে দিয়েই দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন বিজেপি সাংসদ। এরপর সব্বাইকে চমকে দিয়ে সটান মঞ্চে উঠে পড়েন তিনি। মঞ্চে উঠতেই মেয়র জীতেন্দ্র কুমার তিওয়ারির তরফে আসে গানের অনুরোধ। যেমন বলা তেমন কাজ। সঙ্গে সঙ্গে গান ধরলেন বাবুল। পরে ফের দলীয় সভার উদ্দেশ্যে রওনা দেন বাবুল ।
আসানসোল কর্পোরেশনের সামনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। পাশ দিয়ে যাচ্ছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। আচমকাই গাড়ি থেকে নেমে সটান উঠে পড়লেন মঞ্চে। মে মাসে নজরুল মঞ্চে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠান থেকে ফেরার পথে ভিক্টোরিয়া চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলেন বাবুল। এবার তৃণমূলের মঞ্চে উঠে গানও গাইলেন। তবে, গান থামতেই দু-পক্ষ জানিয়ে দিল, সামনে সৌজন্য যাই থাক না কেন রাজনৈতিক লড়াই জারি। তৃণমূলের অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়র গান গাওয়াকে স্বাগত জানালেন মেয়র জীতেন্দ্র কুমার তিওয়ারি। তাঁর মন্তব্য, রাজনৈতিক বিরোধ থাকলেও গায়ক হিসেবে বাবুল সুপ্রিয়কে সম্মান করেন।