নদিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫০ ফুট দীর্ঘ ধ্বস!
নদিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫০ ফুট দীর্ঘ ধ্বস। খানাখণ্দে ভরা জাতীয় সড়কে ধ্বসের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে গাড়ি। যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।
ওয়েব ডেস্ক: নদিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫০ ফুট দীর্ঘ ধ্বস। খানাখণ্দে ভরা জাতীয় সড়কে ধ্বসের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে গাড়ি। যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ।
নামেই জাতীয় সড়ক। কিন্ত সড়ক দেখে লজ্জা পাবে যেকোনও প্রত্যন্ত গ্রামের বন্যায় ভেঙে পড়া রাস্তাও। এতটাই খারাপ অবস্থা NH 34 এর। ডালখোলা থেকে কলকাতা। প্রায় গোটা রাস্তাটাই খানাখন্দে ভর্তি, গাড়ি চালানো দুর্বিষহ। নদিয়ার সিমুরালি যাত্রাপুরে তো আবার রাস্তার ফুট পঞ্চাশের পুরোটাই ধ্বসে গেছে। তারওপর আবার রাস্তার কাজ হচ্ছে। বন্ধ রাস্তার একাংশ। শম্বুক গতিতেও গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা থমকে থাকছে। গাড়ি। ৫০ ফুট রাস্তা পার করতে ঘণ্টাখানেক নয় রাত কাবার হয়ে যাচ্ছে।
এই রাস্তা দিয়েই যাওয়া যায় উত্তরবঙ্গে, মাল নিয়ে যায় বড় বড় ট্রাক, যাত্রী নিয়ে যায় দূরপাল্লার বাস। এদের অবস্থা কহতব্য নয়। কাছাকাছি কোথাও যেতে হলেও এই রাস্তা এড়িয়ে যেতে চান স্থানীয় বাসিন্দারা।
রাস্তায় খানাখন্দে ভর্তি, তার ওপর বৃষ্টি। যেখানে যেখানে কাজ হচ্ছে সেখানেও মাটি ধ্বসছে। প্রতিদিনের যানজটে বিপর্যস্ত যান চলাচল। পুলিস দাঁড়িয়ে থেকে যান নিয়ন্ত্রণ করছে। তবু জট কাটছেনা। রাস্তা খারাপ থাকলে জট কাটবে কী করে।