দিন ঘোষনা হতেই প্রচার শুরু জোরকদমে, প্রথম দিনেই বাইক নিয়ে পথে নামলেন বাইচুং

ভোটের দিন ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভোটপ্রচার। কোথাও চলছে দেওয়াল লিখন। কোথাও আবার মিটিং- মিছিলে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়া পর্যন্ত যেন অপেক্ষায় ছিল রাজনৈতিক দলগুলি। দিনক্ষণ ঘোষণা হতেই শুরু হয়ে গেল ভোটযুদ্ধ।

Updated By: Mar 6, 2014, 11:47 PM IST

ভোটের দিন ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে বইছে ভোটের হাওয়া। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভোটপ্রচার। কোথাও চলছে দেওয়াল লিখন। কোথাও আবার মিটিং- মিছিলে ব্যস্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়া পর্যন্ত যেন অপেক্ষায় ছিল রাজনৈতিক দলগুলি। দিনক্ষণ ঘোষণা হতেই শুরু হয়ে গেল ভোটযুদ্ধ।

দার্জিলিংয়ে এবার তৃণমূলের স্টার প্রার্থী ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রচারে নেমে পড়েছেন নিজেই। রীতিমতো বাইক নিয়ে মিছিল করে প্রথমদিনের প্রচার সারলেন।

কংগ্রেস এখনও প্রার্থী তালিকা প্রকাশ না করলেও, মুর্শিদাবাদে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার বহরমপুরে কর্মিসভা নিয়ে ব্যস্ত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
বহরমপুরে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের সমর্থনে শুরু হয়ে গেছে দেওয়াল লিখন।

রায়গঞ্জে প্রার্থী পবিত্র রঞ্জন দাশমুন্সির সমর্থনেও দেওয়াল লিখনে ব্যস্ত হয়ে পড়েছেন শাসক দলের কর্মীরা। রায়গঞ্জে প্রচারে পৌছে গিয়েছেন সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। বৃহস্পতিবার ইসলামপুরে প্রচার সারলেন তিনি। বেশ কয়েকটি কর্মিসভা করেন সিপিআইএম প্রার্থী।

বাঁকুড়ায় ন-বারের বাম সাংসদ বাসুদেব আচারিয়ার সমর্থনে বৃহস্পতিবার মিছিল করে বাম শ্রমিক সংগঠন সিটু। এই জেলায় তৃণমূলের প্রার্থী মুনমুন সেন। তাঁর হয়ে প্রচারে নেমে পড়েছেন দলের স্থানীয় কর্মী-সমর্থকরা। চলছে দেওয়াল লিখন।

হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রত্না দে নাগের সমর্থনে হুগলি মোড় থেকে চুঁচুড়া ঘড়ি-মোড় পর্যন্ত মিছিল হয় এদিন। প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে।

প্রচার শুরু করে দিয়েছেন শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী তীর্থঙ্কর রায়ও।

বৃহস্পতিবার ফুরফুরা শরিফে যান সিপিআইএম রাজ্য সম্পাদক বিমান বসু, সুজন চক্রবর্তী। সেখানে ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করেন তাঁরা।

শান্তিপুরে তৃণমূল প্রার্থী অজয় দে-র সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়েছে এদিন থেকেই। কয়েক মাস আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। নিজেই সূচনা করলে দেওয়াল লেখার।

.