বনধে সর্বাত্মক প্রভাব
দেওয়ানদিঘিতে দুই সিপিআইএম নেতা খুনের প্রতিবাদে আজ সকাল থেকে বর্ধমান জেলায় ১২ ঘণ্টার বনধ শুরু হয়েছে। সকাল থেকেই আসানসোল, দুর্গাপুর ও বর্ধমানে দোকানপাট বন্ধ রয়েছে।
দেওয়ানদিঘিতে দুই সিপিআইএম নেতা খুনের প্রতিবাদে আজ সকাল থেকে বর্ধমান জেলায় ১২ ঘণ্টার বনধ শুরু হয়েছে। সকাল থেকেই আসানসোল, দুর্গাপুর ও বর্ধমানে দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহনের সংখ্যাও ছিল হাতে গোনা। তবে বনধে ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
ওদিকে আজ বেলা সাড়ে ৯টা নাগাদ বউবাজারের বো স্টিট থেকে প্রাক্তন বিধায়ক প্রদীপ তা-র দেহ নিয়ে যাওয়া হবে সিটুর রাজ্য দফতরে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপন করবেন সংগঠনের নেতা শ্যামল চক্রবর্তী। এর পর দেহ মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে। সেখানে শ্রদ্ধা জানাবেন বুদ্ধদেব ভট্টাচার্য-সহ সিপিএম রাজ্য নেতৃত্ব। এর পর ডিওয়াইএফআই-এর রাজ্য দফতর ঘুরে দেহ পৌঁছবে বিধানসভায়। সেখানে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন জেলার দলীয় নেতা-কর্মী ও বিধায়করা। বিধানসভা থেকে দেহ বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু।