বার্ধক্য ভাতার টাকা আত্মসাত করার অভিযোগ উঠল ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে
পুরলিয়ার এক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জেলার কাশীপুর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধাদের পেনশনের টাকা সমবায় ব্যাঙ্কের ম্যানেজার আত্মসাত করেছেন বলে অভিযোগ। ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিস।
পুরলিয়ার এক সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জেলার কাশীপুর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধাদের পেনশনের টাকা সমবায় ব্যাঙ্কের ম্যানেজার আত্মসাত করেছেন বলে অভিযোগ। ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিস।
কাশীপুর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের অন্তর্গত কৃষি উন্নয়ন সমবায় সমিতি নামে একটি সমবায় সংস্থার মাধ্যমে আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধাদের পেনশন দেওয়া হত। অভিযোগ বেশ কয়েকবছর ধরে পেনশন প্রাপকদের টাকা আত্মসাত করেছে সমবায়।
নিরক্ষর বৃদ্ধ আদিবাসীরা অবশ্য জানেনই না তাঁদের প্রতারিত হওয়ার বৃত্তান্ত। তাঁদের প্রাপ্য টাকার হিসেব অনেকেরই অজানা। পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে গরমিল ধরা পড়ায় অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিস। ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষেরও বেশি টাকার গরমিল ধরা পড়েছে সমবায়টির যাবতীয় আর্থিক লেনদেন বন্ধ করেছে প্রশাসন। অভিযুক্ত সমবায় ব্যাঙ্ক ম্যানেজার পলাতক।