ভুল রক্ত দেওয়ার অভিযোগ বাঁকুড়া সম্মিলনী হাসপাতালের বিরুদ্ধে
রোগীর পরিবারকে ভুল রক্ত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক রোগীর আত্মীয়ের অভিযোগ, বি পজিটিভ রক্ত চাওয়া হলেও, দেওয়া হয়েছে বি নেগেটিভ রক্ত। রক্ত দেওয়ার আগে ভুল ধরা পড়ায় রোগীর কোনও ক্ষতি হয়নি। তবে প্রশ্ন উঠছে চিকিত্সা পরিকাঠামো নিয়ে।
রোগীর পরিবারকে ভুল রক্ত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। এক রোগীর আত্মীয়ের অভিযোগ, বি পজিটিভ রক্ত চাওয়া হলেও, দেওয়া হয়েছে বি নেগেটিভ রক্ত। রক্ত দেওয়ার আগে ভুল ধরা পড়ায় রোগীর কোনও ক্ষতি হয়নি। তবে প্রশ্ন উঠছে চিকিত্সা পরিকাঠামো নিয়ে।
বাঁকুড়া বাংলা গ্রামের বাসিন্দা ৬৮ বছরের অশোকা পালধির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় সম্প্রতি একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। বি পজিটিভ ব্লাড গ্রুপের ওই রোগীর জন্য তাঁর ছেলেকে এক ইউনিট রক্ত নিয়ে আসতে বলেন চিকিত্সকরা। অশোকাদেবীর ছেলে চন্দন পালধি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক ইউনিট রক্তদান করে বিনিময়ে এক ইউনিট রক্ত নেন। কিন্তু, বি পজিটিভ রক্ত চাইলেও, ব্লাডব্যাঙ্ক থেকে তাঁকে দেওয়া হয় বি নেগেটিভ গ্রুপের রক্ত। তবে আশোকাদেবীকে রক্ত দেওয়ার সময় নার্সিংহোমে কর্তব্যরত চিকিত্সকের বিষয়টি ধরা পড়ায় রোগীর কোনও ক্ষতি হয়নি। গাফিলতির কথা স্বীকার করে নিয়েছে ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ভুলের জন্য হাসপাতালের দুর্বল পরিকাঠামোকেই দায়ী করেছেন কর্মীরা।