বর্ধমানে কৃষক সেতু বিপর্যস্ত,ব্যাহত যান চলাচল

Updated By: Jul 19, 2014, 04:22 PM IST

ফাটল ও ধসে বর্ধমানে দামোদর নদের উপর কৃষক সেতু বিপর্যস্ত। ব্যাহত হচ্ছে যান চলাচল। বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর এলাকার যোগসূত্র এই সেতু। পুরুলিয়া,বাঁকুড়া, হাওড়া ও কলকাতার সঙ্গে উত্তরবঙ্গেও যোগাযোগের ক্ষেত্রেও এই সেতুর গুরুত্ব অসীম। বারবার ফাটল ধরা পড়ছে এই সেতুতে। একাংশে ধসও নেমেছে। সত্ত্বেও এই সেতুর মেরামতি নিয়ে প্রশাসন উদাসীন বলে অভিযোগ। অথচ দুর্বল এই সেতু দিয়ে ভারী যান চলাচল অব্যাহত থাকায় বিপদের আশঙ্কা বেড়েই চলেছে। ১৯৭৩ সালে তৈরি হয় ২নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত এই সেতু। এই সেতুতে যান চলাচল বন্ধ হয়ে গেলে দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও বড় সমস্যা দেখা দেবে।

.