নিরাপত্তায় ফাঁক বর্ধমান স্টেশনে

হাওড়া, শিয়ালদার পরই রাজ্যের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন হল বর্ধমান। এ সেই জেলা, যেখানে কয়েক মাস আগেই খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ঘটেছে। যার সূত্র ধরে সামনে চলে এসেছে এক বিশাল জঙ্গি মডিউল। এরপরও কি বেড়েছে নিরাপত্তা? কতটা সুরক্ষিত বর্ধমান স্টেশন?   

Updated By: Jan 31, 2015, 09:59 AM IST
নিরাপত্তায় ফাঁক বর্ধমান স্টেশনে

বর্ধমান: হাওড়া, শিয়ালদার পরই রাজ্যের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন হল বর্ধমান। এ সেই জেলা, যেখানে কয়েক মাস আগেই খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড ঘটেছে। যার সূত্র ধরে সামনে চলে এসেছে এক বিশাল জঙ্গি মডিউল। এরপরও কি বেড়েছে নিরাপত্তা? কতটা সুরক্ষিত বর্ধমান স্টেশন?   

 প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী বর্ধমান স্টেশন দিয়ে যাতায়াত করেন। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের কিংবা পার্শ্ববর্তী রাজ্য বিহার-ঝাড়খণ্ডের সঙ্গে হাওড়ার যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই স্টেশন।  অথচ অভিযোগ, এখানে নিরাপত্তা ব্যবস্থা কার্যত নাম কা ওয়াস্তে। মাস চারেক আগে বর্ধমানেই খাগড়াগড়কাণ্ড সামনে নিয়ে এসেছে জঙ্গিদের বাড়বাড়ন্ত। একের পর এক জঙ্গি ডেরার খোঁজ মিলেছে এই জেলায়। এতকিছুর পরও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে উঠেছে প্রশাসনিক ঢিলেমির অভিযোগ।

যাত্রীদের দাবি, বর্ধমান স্টেশনের কোনও প্ল্যাটফর্মেই নজরদারি বলে কার্যত কিছু নেই। স্টেশনে ঢোকা বা বেরনোর গেটও অরক্ষিত। যদিও স্টেশন ম্যানেজারের দাবি, নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

সতর্ক থাকার জন্য, জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা কঠোর করতে সব রাজ্যকেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বর্ধমান স্টেশনের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় ঢিলেঢালা নিরাপত্তা উদ্বেগ বাড়াচ্ছে যাত্রীদের।  

 

.