রবিবার থেকে নিখোঁজ বেলুড়ের কিশোরী, অচেনা ফোন নম্বরের সূত্র ধরে তদন্তে পুলিস
এখনও খোঁজ মেলেনি বেলুড়ের অপহৃত কিশোরী সঙ্গীতা সাউয়ের। রবিবার পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সঙ্গীতা। কিন্তু রাত পর্যন্ত তার কোনও খবর না পাওয়ায় পুলিসে অভিযোগ দায়ের করে সঙ্গীতা সাউয়ের পরিবার। মঙ্গলবার অচেনা নম্বর থেকে মিসড কল দেওয়া হয় সঙ্গীতার বাবার মোবাইলে। সেই নম্বরে ফোন করা হলে সঙ্গীতারই গলা শুনতে পান বলে দাবি করেছে সঙ্গীতার বাবা। সে বলে যে তাকে আটকে রাখা হয়েছে। এরপরই ফোন কেটে যায়। তারপর থেকে আর কোনও ফোন আসেনি। বিষয়টি পুলিসকে জানিয়েছেন অপহৃত কিশোরীর বাবা। ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিস।
ওয়েব ডেস্ক: এখনও খোঁজ মেলেনি বেলুড়ের অপহৃত কিশোরী সঙ্গীতা সাউয়ের। রবিবার পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল সঙ্গীতা। কিন্তু রাত পর্যন্ত তার কোনও খবর না পাওয়ায় পুলিসে অভিযোগ দায়ের করে সঙ্গীতা সাউয়ের পরিবার। মঙ্গলবার অচেনা নম্বর থেকে মিসড কল দেওয়া হয় সঙ্গীতার বাবার মোবাইলে। সেই নম্বরে ফোন করা হলে সঙ্গীতারই গলা শুনতে পান বলে দাবি করেছে সঙ্গীতার বাবা। সে বলে যে তাকে আটকে রাখা হয়েছে। এরপরই ফোন কেটে যায়। তারপর থেকে আর কোনও ফোন আসেনি। বিষয়টি পুলিসকে জানিয়েছেন অপহৃত কিশোরীর বাবা। ওই ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিস।