ফাঁড়িতে তাণ্ডবের ঘটনায় ধৃতদের পুলিস হেফাজতে চাইল না পুলিসই
বীরভূমের লোকপুর পুলিস ফাঁড়িতে তাণ্ডবদের ঘটনায় ধৃতদের হেফাজতেই চাইল না পুলিস। পুলিস নিজে আক্রান্ত হয়েও কেন অভিযুক্তদের হেফাজত চাইল না সে প্রশ্ন উঠেছে নানা মহলে। গতকাল বাইক মিছিল করার সময় বীরভূমের খয়লাশোল থানা এলাকার লোকপুর পুলিস ফাঁড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। মেরে হাত ভেঙে দেয় এএসআইয়ের।
খয়রাশোল: বীরভূমের লোকপুর পুলিস ফাঁড়িতে তাণ্ডবদের ঘটনায় ধৃতদের হেফাজতেই চাইল না পুলিস। পুলিস নিজে আক্রান্ত হয়েও কেন অভিযুক্তদের হেফাজত চাইল না সে প্রশ্ন উঠেছে নানা মহলে। গতকাল বাইক মিছিল করার সময় বীরভূমের খয়লাশোল থানা এলাকার লোকপুর পুলিস ফাঁড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। মেরে হাত ভেঙে দেয় এএসআইয়ের।
এই ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে পুলিস। খয়রাশোল থানা এলাকার বিভিন্ন গ্রাম থেকে গতকাল রাতে ৮ জনকে গ্রেফতার করে পুলিস। আটজনকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। তবে তাণ্ডবের ঘটনায় অভিযুক্ত তৃণমূলের কোনও স্থানীয় নেতাকেই গ্রেফতার করেনি পুলিস।