আন্তর্জাতিক বাসে বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা
আন্তর্জাতিক বাসে বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ অসম সীমানাবর্তী এলাকায়। আলিপুরদুয়ারের বারোবিষায় ভুটানের একটি বাসে আজ বিস্ফোরণ ঘটে। ভুটানের গেনেনফু বাসস্ট্যান্ড থেকে ছেড়েছিল বেসরকারি যাত্রীবাহী বাসটি। তারপর অসম হয়ে আজ তা ঢোকে পশ্চিমবঙ্গে।
আন্তর্জাতিক বাসে বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পশ্চিমবঙ্গ অসম সীমানাবর্তী এলাকায়। আলিপুরদুয়ারের বারোবিষায় ভুটানের একটি বাসে আজ বিস্ফোরণ ঘটে। ভুটানের গেনেনফু বাসস্ট্যান্ড থেকে ছেড়েছিল বেসরকারি যাত্রীবাহী বাসটি। তারপর অসম হয়ে আজ তা ঢোকে পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গের বারোবিষা ও জয়গাঁ হয়ে ভুটানের ফুনশিলিংয়ে ফিরে যাওয়ার কথা বাসটির। দুপুর সাড়ে বারোটা নাগাদ বারোবিষায় একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকার সময় বাসের পিছনদিকে বিস্ফোরণটি ঘটে। বাসের অধিকাংশ যাত্রী সেইসময় হোটেলে মধ্যাহ্নভোজ সারছিলেন। অল্প কয়েকজন যাত্রী বাসে ছিলেন।
বিস্ফোরণে তাঁরা কমবেশি আহত হন। আহতদের আলিপুরদুয়ারের কামাখ্যাপুরী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সা করা হয়। দুই যাত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন ভুটানের যাত্রীও রয়েছেন। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিস সুপার আকাশ মেগারিয়া জানিয়েছেন কোনও জঙ্গি সংগঠন এখনও বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
(ফাইল চিত্র)