দৃষ্টি নেই, তবু শিক্ষার আলোকে আলোকিত শুভঙ্কর, উচ্চমাধ্যমিকে সাফল্যে আলোকিত পরিবার

Updated By: Jun 2, 2015, 11:14 AM IST
দৃষ্টি নেই, তবু শিক্ষার আলোকে আলোকিত শুভঙ্কর, উচ্চমাধ্যমিকে সাফল্যে আলোকিত পরিবার

দৃষ্টিশক্তিহীন শুভঙ্কর তার সাফল্যের আলোয় আলোকিত করল মাহাতো পরিবারকে। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর চারশো এগারো। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আলিপুর গ্রামের মাহাতো পাড়ার বাসিন্দা। জন্ম থেকেই দৃষ্টিহীন। বাবা নরেশ মাহাতো গরিব চাষি।

ছেলের চিকিত্সাও ঠিকভাবে করে উঠতে পারেননি। চারজনের সংসার। অভাবের কারণে ক্লাস এইটেই পড়াশোনায় দাঁড়ি টানতে হয় বড় ছেলে দীপঙ্কর মাহাতোকে। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট শিলিগুড়ির ভিমবার স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়ে পড়াশোনা করেছে শুভঙ্কর। মাধ্যমিকে পেয়েছিল চারশো তেইশ। মোবাইলের মাধ্যমে গৃহশিক্ষকের পড়া রেকর্ড করে শুনে শুনে মুখস্থ করত শুভঙ্কর। আইন নিয়ে পড়তে চায় শুভঙ্কর। কিন্তু অর্থের অভাবে তার স্বপ্নপূরণ হবে তো? সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।

.