চা গ্রাম থেকে উদ্ধার হওয়া নীলগাইয়ের মৃত্যু

বর্ধমানের চা গ্রাম এলাকা থেকে উদ্ধার হওয়া নীলগাইটির মৃত্যু হয়েছে রবিবার রাতে। তিনদিন আগে চা গ্রাম এলাকার বাসিন্দারা নীলগাইটিকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। বনকর্মীরা নীলগাইটিকে উদ্ধার করে রমনা বাগান অভয়ারণ্যে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয়েছে ওই প্রাণীটির। ময়নাতদন্তের পর জেলার অতিরিক্ত বনাধিকারিক জানিয়েছেন, রক্তচাপজনিত কারণেই মৃত্যু হয়েছে প্রাণীটির।

Updated By: Mar 24, 2014, 11:32 PM IST

বর্ধমানের চা গ্রাম এলাকা থেকে উদ্ধার হওয়া নীলগাইটির মৃত্যু হয়েছে রবিবার রাতে। তিনদিন আগে চা গ্রাম এলাকার বাসিন্দারা নীলগাইটিকে দেখতে পেয়ে খবর দেন বন দফতরে। বনকর্মীরা নীলগাইটিকে উদ্ধার করে রমনা বাগান অভয়ারণ্যে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয়েছে ওই প্রাণীটির। ময়নাতদন্তের পর জেলার অতিরিক্ত বনাধিকারিক জানিয়েছেন, রক্তচাপজনিত কারণেই মৃত্যু হয়েছে প্রাণীটির।

নীলগাইটিকে পাচার করা হচ্ছিল বলে খবর। সেই সময়ই এলাকার বাসিন্দারা তা দেখে ফেলে। তখনই খবর দেওয়া হয় বন দফতরে। গ্রামবাসীদের তত্পরতায় নীল গাইটিকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না।

.