মুর্শিদাবাদের রানিনগরে নৌকাডুবি, উদ্ধার হয়েছে একজনের দেহ
মুর্শিদাবাদের রানিনগরে নৌকাডুবি। উদ্ধার হয়েছে একজনের দেহ। সকালে রানীনগরের বামনাবাদ হঠাতই ঘাটের কাছে এসে পদ্মায় ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যান বেশ কয়েকজন যাত্রী। এরপর থেকেই সমানে নদীতে তল্লাশি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা। স্থানীয় বেশকিছু চাষি নদির চরে চাষ করতে যাচ্ছিলেন ওই নৌকাটি করে। কিন্তু আচমকাই সেই নৌকাটি ডুবে যায়।
ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের রানিনগরে নৌকাডুবি। উদ্ধার হয়েছে একজনের দেহ। সকালে রানীনগরের বামনাবাদ হঠাতই ঘাটের কাছে এসে পদ্মায় ডুবে যায় একটি যাত্রীবাহী নৌকা। সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যান বেশ কয়েকজন যাত্রী। এরপর থেকেই সমানে নদীতে তল্লাশি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা। স্থানীয় বেশকিছু চাষি নদির চরে চাষ করতে যাচ্ছিলেন ওই নৌকাটি করে। কিন্তু আচমকাই সেই নৌকাটি ডুবে যায়।
আরও পড়ুন গরু আটক করাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল ফাঁসিদেওয়ার লিচুপাখর
দুর্ঘটনার এলাকাটি বাংলাদেশ সীমানা লাগোয় হওয়ায়, খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান বিএসএফ জওয়ানরা। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এরপরই উদ্ধার হয় একজনের দেহ। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে।
আরও পড়ুন হজ যাত্রীদের জন্য মোবাইল অ্যাপ