খড়গপুরের গোলবাজারে ওষুধের দোকানে উদ্ধার প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা
খড়গপুরের গোলবাজারে ওষুধের দোকানে উদ্ধার প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, স্থানীয় একটি মেডিক্যাল স্টোরের ছাদে দুটি ফলের কার্টুনের মধ্যে মজুত ছিল বোমাগুলি। কেন্দ্রীয় বাহিনীর থেকে খবর পেয়ে, সেখানে অভিযানে যায় কোবরা বাহিনী এবং বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ উচ্চ পদস্থ পুলিস অফিসারদের সঙ্গে নিয়েই চলে তল্লাসি। তারপরই উদ্ধার হয় বোমাগুলি। কী কারণে সকেট ও সুতলি বোমাগুলি সেখানে মজুত করে রাখা ছিল, তা জানতে মেডিক্যাল স্টোরের মালিককে দীর্ঘক্ষণ জেরা করে পুলিস।
![খড়গপুরের গোলবাজারে ওষুধের দোকানে উদ্ধার প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা খড়গপুরের গোলবাজারে ওষুধের দোকানে উদ্ধার প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/19/68332-kharagpur-19-10-16.jpg)
ওয়েব ডেস্ক: খড়গপুরের গোলবাজারে ওষুধের দোকানে উদ্ধার প্রচুর পরিমাণে সকেট ও সুতলি বোমা। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গিয়েছে, স্থানীয় একটি মেডিক্যাল স্টোরের ছাদে দুটি ফলের কার্টুনের মধ্যে মজুত ছিল বোমাগুলি। কেন্দ্রীয় বাহিনীর থেকে খবর পেয়ে, সেখানে অভিযানে যায় কোবরা বাহিনী এবং বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা। এরপর দীর্ঘক্ষণ উচ্চ পদস্থ পুলিস অফিসারদের সঙ্গে নিয়েই চলে তল্লাসি। তারপরই উদ্ধার হয় বোমাগুলি। কী কারণে সকেট ও সুতলি বোমাগুলি সেখানে মজুত করে রাখা ছিল, তা জানতে মেডিক্যাল স্টোরের মালিককে দীর্ঘক্ষণ জেরা করে পুলিস।