সিপিএম সমর্থকের বাড়ির সামনে উদ্ধার বোমা

মালদার ঘটনার পরও শিক্ষা নেয়নি পুলিস। কোনও রকম সতর্কতা ছাড়াই নদিয়ার শিমুরালিতে বোমা নিষ্ক্রিয় করা হল। আজ সকালে শিকারপুরে ২ সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়।

Updated By: May 4, 2016, 11:10 AM IST
সিপিএম সমর্থকের বাড়ির সামনে উদ্ধার বোমা

ওয়েব ডেস্ক: মালদার ঘটনার পরও শিক্ষা নেয়নি পুলিস। কোনও রকম সতর্কতা ছাড়াই নদিয়ার শিমুরালিতে বোমা নিষ্ক্রিয় করা হল। আজ সকালে শিকারপুরে ২ সিপিএম সমর্থকের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। সিপিএম সমর্থক রবি শীল ও শক্তি তরফদারের বাড়ির সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। সেফটি অপারেটিং প্রসিডিওর বা এসওপি না মেনেই বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। চাকদহ থানার পুলিসের দাবি, আসলে চকোলেট বোমার মধ্যে দড়ি জড়িয়ে সেটিকে বড় করে রাখা হয়। আতঙ্ক ছড়াতেই এই কাজ করা হয় বলে পুলিসের দাবি।

অন্যদিকে, রামনগর কেন্দ্রের শঙ্করপুর প্রাইমারি স্কুলের ১৪২ নম্বর বুথে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করল কেন্দ্রীয় বাহিনী। আজ সকালে বোমা ভর্তি ব্যাগটি উদ্ধার করে পুলিস। ঘটনাস্থলে গিয়েছে পুলিস এবং কেন্দ্রীয় বাহিনী। সিপিএম প্রার্থী তাপস সিনহা বোমা রাখার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন রামনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অখিল গিরি।

.