'বড় মা'কে বরণের অপেক্ষায় নৈহাটি
২৯ ফুটের কালী। চলতি কথায় ১৪ হাত কালী নামেই পরিচিত নৈহাটির অরবিন্দ রোডের বড় কালী। তবে নৈহাটির মানুষ 'বড় মা' বলেই ডাকেন তাঁকে।
Updated By: Nov 7, 2015, 10:50 PM IST
নৈহাটি: ২৯ ফুটের কালী। চলতি কথায় ১৪ হাত কালী নামেই পরিচিত নৈহাটির অরবিন্দ রোডের বড় কালী। তবে নৈহাটির মানুষ 'বড় মা' বলেই ডাকেন তাঁকে।
এই পুজো শুরু হয়েছিল নৈহাটিরই ব্রাহ্মণ পরিবারের সন্তান ভবেশ চক্রবর্তীর হাত ধরে। ভবেশ চক্রবর্তী ও তাঁর ৮ বন্ধু মিলে প্রথম পুজোর আয়োজন করেন। 'বড় মা'য়ের পুজোর বৈশিষ্ট হল, কালী পুজোর দিন পুজো হলেই বিসর্জন করা হয় দেবী প্রতিমা। পুজোর আরও একটি বৈশিষ্ট হল, এই পুজোতে কোনও চাঁদা নেওয়া হয় না। নৈহাটির 'বড় মা'কে দর্শন করতে হাজার হাজার মানুষ সমবেত হন।