সিবিআইয়ের দাবি জোরালো করতে কাল রায়দিঘিতে যাচ্ছেন বুদ্ধদেব

সিবিআইয়ের দাবি জোরালো করতে কাল রায়দিঘিতে যাচ্ছেন বুদ্ধদেব

Updated By: Jul 5, 2014, 07:07 PM IST

রায়দিঘির খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জোরদার করতে আগামিকাল রায়দিঘিতে সভা করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। কারণ ওই খুনের ঘটনায় শাসকদল পরিকল্পিতভাবে কান্তি গাঙ্গুলির নাম জড়াচ্ছে বলে সিপিআইএমের অভিযোগ। আর সেই ইস্যু নিয়েই সরব হতে বুদ্ধদেব ভট্টাচার্যের সভা।

গত ১৪ই জুন রায়দিঘির খাঁড়ির ঘোষের চকে দুই দুষ্কৃতি বাহিনীর সংঘর্ষের চারজন মারা যান। পুলিসের প্রাথমিক রিপোর্টে বলা হয় দুই দুষ্কৃতী দলের মধ্যে ভাগ বাঁটোয়ারা নিয়েই সংঘর্ষ হয়। কিন্তু এফআইআর হয় সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি, বিমল ভান্ডারিসহ বেশ কয়েকজন সিপিআইএম নেতা কর্মীর নামে।

বামেদের অভিযোগ শাসকদলের নির্দেশেই কান্তি গাঙ্গুলি, বিমল ভাণ্ডারির নাম জড়ানো হচ্ছে। আর সেই কারণেই রায়দিঘির খুনের ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেছে সিপিআইএম। সিবিআই তদন্তের দাবি জোরদার করতেই রবিবার প্রতিবাদ সমাবেশ ডেকেছে বামেরা। মথুরাপুরের এই সমাবেশে বক্তব্য রাখবেন বুদ্ধদেব ভট্টাচার্য।

.