রাজ্য সরকারের সমালোচনায় বর্ধমানে বুদ্ধদেব ভট্টাচার্য
একদিকে রাজ্য সরকারের কড়া সমালোচনা অন্যদিকে বাম সমর্থকদের ঘরে ফেরার ডাক। দুর্গাপুরে প্রকাশ্য সমাবেশের মঞ্চে এই বক্তব্যই তুলে ধরলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন সরকারের কাজের সমালোচনা করে তৃণমূলের জোট সরকারকে নৈরাজ্যের সরকার বলে আক্রমণ করেন তিনি।
একদিকে রাজ্য সরকারের কড়া সমালোচনা অন্যদিকে বাম সমর্থকদের ঘরে ফেরার ডাক। দুর্গাপুরে প্রকাশ্য সমাবেশের মঞ্চে এই বক্তব্যই তুলে ধরলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য। নতুন সরকারের কাজের সমালোচনা করে তৃণমূলের জোট সরকারকে নৈরাজ্যের সরকার বলে আক্রমণ করেন তিনি।
নতুন সরকার ক্ষমতায় আসার পর দেখতে দেখতে কেটে গেছে সাত মাস। এই সাত মাসে সরকারের কাজকর্মকে কার্যত তুলোধনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদোব ভট্টাচার্য।
কৃষি থেকে শিক্ষা, একাধিক ইস্যুতেই সরকারের সমালোচনায় সরব হন সিপিআইএম পলিটব্যুরো সদস্য। এই সরকারকে নৈরাজ্যের সরকার বলে মন্তব্য করেন।
মদে এবং জলে বিষ মেশানো নিয়ে সিপিআইএমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। তৃণমূলের সেই অভিযোগ নিয়ে পাল্টা কটাক্ষ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিষযটিকে কুতসিত্ রুচির পরিচয় বলে মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে যাঁরা বামেদের ভুল বুঝেছেন তাঁদের ঘরে ফেরার ডাক দিয়েছেন সিপিআইএম নেতৃত্ব। সেইসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাকও দিয়েছেন।