কাটোয়া কেন্দ্রে গোষ্ঠীকোন্দলের শিকার বিজেপির প্রার্থী

ভোটের মুখে ফের উত্তপ্ত বর্ধমান। পছন্দ নয় প্রার্থীকে। আর তাই হামলা চালানোপ অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি বর্ধমানের কাটোয়া বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অনিল দত্ত। অভিযোগ, তাঁকে দলীয় প্রার্থী হিসেবে নাপসন্দ  হওয়ায় জেলা বিজেপির অন্দরেই এখন গোষ্ঠীকোন্দল। দেওয়াল থেকে মুছে দেওয়া হয় প্রার্থী অনিল দত্তের নাম। পাশাপাশি অনিল দত্তর অনুগামীকে মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনার জেরে  ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে অনিল দত্ত গোষ্ঠী। তবে বাগে আনা যাচ্ছে না বিক্ষুব্ধ গোষ্ঠীকে।  ইতিমধ্যেই বিজেপির রাজ্য দফতরে প্রার্থী বদলের দাবি তুলেছেন তাঁরা।

Updated By: Mar 22, 2016, 09:56 AM IST
কাটোয়া কেন্দ্রে গোষ্ঠীকোন্দলের শিকার বিজেপির প্রার্থী

বর্ধমান : ভোটের মুখে ফের উত্তপ্ত বর্ধমান। পছন্দ নয় প্রার্থীকে। আর তাই হামলা চালানোপ অভিযোগ উঠল দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি বর্ধমানের কাটোয়া বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অনিল দত্ত। অভিযোগ, তাঁকে দলীয় প্রার্থী হিসেবে নাপসন্দ  হওয়ায় জেলা বিজেপির অন্দরেই এখন গোষ্ঠীকোন্দল। দেওয়াল থেকে মুছে দেওয়া হয় প্রার্থী অনিল দত্তের নাম। পাশাপাশি অনিল দত্তর অনুগামীকে মারধরেরও অভিযোগ উঠেছে। ঘটনার জেরে  ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে অনিল দত্ত গোষ্ঠী। তবে বাগে আনা যাচ্ছে না বিক্ষুব্ধ গোষ্ঠীকে।  ইতিমধ্যেই বিজেপির রাজ্য দফতরে প্রার্থী বদলের দাবি তুলেছেন তাঁরা।

.