বক্সা অভায়রন্যে বাঘের সংখ্যা বাড়াতে, সবুজায়নে জোর বন দফতরের
বক্সা অভায়রন্যে বাঘের সংখ্যা বাড়াতে, সবুজায়নে জোর দিচ্ছে বন দফতর। তাদের মতে তৃণভূমি বাড়লে, তৃণভোজী প্রাণীদের সংখ্যা বাড়বে। আর তা সাহায্য করবে বাঘেদের বংশবিস্তারে। প্রায় দু দশক বক্সায় বাঘের কোনও সাইটিং হয়নি। অর্থাত্ চাক্ষুষ বাঘ দর্শন হয়নি। কিন্তু বছর তিনেক আগে বাঘের মলের ডিএনএ পরীক্ষায়, বক্সায় বাঘের অস্তিত্বের প্রমাণ মিলেছে। যদিও এনিয়ে রয়েছে বিতর্ক। সেই বিতর্কের অবসান ঘটাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা জঙ্গলে তৃণভোজী প্রাণীদের সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছেন।
ওয়েব ডেস্ক: বক্সা অভায়রন্যে বাঘের সংখ্যা বাড়াতে, সবুজায়নে জোর দিচ্ছে বন দফতর। তাদের মতে তৃণভূমি বাড়লে, তৃণভোজী প্রাণীদের সংখ্যা বাড়বে। আর তা সাহায্য করবে বাঘেদের বংশবিস্তারে। প্রায় দু দশক বক্সায় বাঘের কোনও সাইটিং হয়নি। অর্থাত্ চাক্ষুষ বাঘ দর্শন হয়নি। কিন্তু বছর তিনেক আগে বাঘের মলের ডিএনএ পরীক্ষায়, বক্সায় বাঘের অস্তিত্বের প্রমাণ মিলেছে। যদিও এনিয়ে রয়েছে বিতর্ক। সেই বিতর্কের অবসান ঘটাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা জঙ্গলে তৃণভোজী প্রাণীদের সংখ্যা বাড়ানোর উপর জোর দিচ্ছেন।
তৃণভোজী প্রাণীদের সংখ্যা বাড়াতে হলে চাই তৃণভূমি। ফলে বাঘ বনের ইস্ট-ওয়েস্ট জোনের পানা রেঞ্জ থেকে ভল্কা রেঞ্জ পর্যন্ত সাতশো ষাট স্কোয়ার কিলোমিটার এলাকার মধ্যে এবছর পঁচিশ হেক্টর জমিতে তৃণভূমি তৈরি করার উদ্যোগ নিয়েছে বন দফতর। গতবছর জঙ্গলের একশো হেক্টর জমিকে তৃণভূমিতে পরিণত করলেও সেই এলাকাগুলি নতুন করে সাজিয়ে তোলা হবে। এরজন্য বাড়তি অর্থও বরাদ্দ হয়েছে। তৃণভূমিতে চেপটি, মালসার মত বন্য প্রাণীদের পছন্দের ঘাস লাগানো হবে। কারণ জঙ্গলে খাবারের জোগান থাকলে তবেই বন্যপ্রাণীদের বংশবৃদ্ধি হবে, বাঘের প্রজনন বাড়াতে সাহায্য করবে।