শর্ত সাপেক্ষে দার্জিলিঙে চালু কেবল পরিষেবা

শর্ত সাপেক্ষে দার্জিলিংয়ে চালু হল কেবল পরিষেবা। স্থানীয় তিনটি চ্যানেল সম্প্রচার করা যাবে না। রেজিস্ট্রেশন না থাকার কারণেই ওই তিনটি চ্যানেল সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। শনিবার দুপুর দুটোর পর খুলে দেওয়া হয় কেবলের দুটি কন্ট্রোল রুম। কেবল পরিষেবা পুনরায় চালু হওয়াকে গণতন্ত্রের জয় আখ্যা দিয়েছে মোর্চা নেতৃত্ব।

Updated By: Aug 11, 2013, 10:41 AM IST

শর্ত সাপেক্ষে দার্জিলিংয়ে চালু হল কেবল পরিষেবা। স্থানীয় তিনটি চ্যানেল সম্প্রচার করা যাবে না। রেজিস্ট্রেশন না থাকার কারণেই ওই তিনটি চ্যানেল সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছে প্রশাসন। শনিবার দুপুর দুটোর পর খুলে দেওয়া হয় কেবলের দুটি কন্ট্রোল রুম। কেবল পরিষেবা পুনরায় চালু হওয়াকে গণতন্ত্রের জয় আখ্যা দিয়েছে মোর্চা নেতৃত্ব।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ দার্জিলিংয়ের কেবল অপারেটরের অফিসে অভিযান চালায় পুলিস প্রশাসন। জেলা প্রশাসন এর তরফে পরিষেবা বন্ধের নোটিস দেওয়া হয়।  কিন্তু সেই নোটিস ঘিরে তৈরি হয় বিতর্ক। নোটিসে সরকারি সিলমোহর না থাকার অভিযোগ ওঠে। প্রশ্ন উঠতে শুরু করে রুলটানা কাগজে হাতে লেখা নোটিসের আইনগত গুরুত্ব নিয়েও।
কেবল পরিষেবা বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ওঠে। পাল্টা পাহাড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দেন  মোর্চা সভাপতি। কেবল পরিষেবা বন্ধ করে  দেওয়া নিয়ে আইনি লড়াইয়ের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন মোর্চা সভাপতি বিমল গুরুং। পরিস্থিতির পরিবর্তন ঘটে শনিবার।
শনিবার দুপুরে শর্তসাপেক্ষে দার্জিলিংয়ে কেবল পরিষেবা চালুর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। খুলে দেওয়া হয় কেবলের দুটি কন্ট্রোল রুম। তবে তিনটি স্থানীয় চ্যানেল সম্প্রচার করা যাবে না বলে জানানো হয়। ওই চ্যানেলগুলির রেজিস্ট্রেশন না থাকায় সেগুলি সম্প্রচার করা যাবে না বলে জানায় প্রশাসন। দার্জিলিংয়ে কেবল পরিষেবা পুনরায় চালু হওয়াকে গণতন্ত্রের জয় বলেই মনে করছেন মোর্চা নেতৃত্ব।

.