চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশনের একগুচ্ছ দাওয়াই

Updated By: Apr 10, 2016, 08:19 PM IST
চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশনের একগুচ্ছ দাওয়াই

 

 

 

ওয়েব ডেস্ক: কাল প্রথম দফা ভোটের সেকেন্ড রাউন্ড। এই ভোটে আধা সেনাকে কাজে লাগানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের। প্রথম দফার ফাস্ট রাউন্ডেই  আধা সেনা ও রাজ্য পুলিসের ভূমিকা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে কমিশনকে। সেকেন্ড রাউন্ডে তাই আরও বেশি সতর্ক কমিশন। প্রথম দফার প্রথম রাউন্ড  উতরেছে। এবার  দ্বিতীয় রাউন্ড। বড় চ্যালেঞ্জের মুখে কমিশন। প্রথম দফা  মোটামুটি নির্বিঘ্নে মিটলেও আধা সেনার ভূমিকায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কমিশনকে। জেলা প্রশাসনের নির্দেশেই কাজ করেছে আধা সেনা। বিরোধীদের অভিযোগে অস্বস্তি বেড়েছে কমিশনের।

প্রথম দফার দ্বিতীয় রাউন্ডে তাই আধাসেনাকে ঠিক মতো ভোটের কাজে ব্যবহার করাই মেন টার্গেট কমিশনের।চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশনের দাওয়াই

সকাল থেকেই গ্রামে গ্রামে ক্যুইক রেসপন্স টিমের টহলদারি
ভোটারদের অসুবিধা আধাসেনাকে জানানো
ভোট কেন্দ্রে ভিডিও ক্যামেরা
মাইক্রো অবসার্ভার
ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ঘরে বসেই বুথের ভেতর ভোটের নজরদারি চালাবেন কমিশনের কর্তারা

রাজ্য পুলিস যাতে কোনওভাবেই বুথে না ঢোকে তা নিয়েও কড়া নির্দেশ দিয়েছে কমিশন। নির্দেশ কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার। ভোটের পরেও বেনজির ভাবে ভোটের হার বাড়িয়েছে কমিশন। তা নিয়েই প্রশ্নের মুখে পড়ছে কমিশনের ভূমিকা।

.