চাঁচলের স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও
প্রায় সাড়ে ছ`ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন মালদা জেলার সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলার স্বাস্থ্য কর্তারা। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘেরাও ওঠে। গত মাস তিনেক আগেই চাঁচোল মহকুমা হাসপাতালের সুপারে দায়িত্ব পান সুবর্ণ গোস্বামি। হাসপাতালে আসার পরেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট হন তিনি। বেশকিছু উন্নয়নের কাজ শুরুও করেন। দিনসাতেক আগে হঠাত্ই বদলির নির্দেশ আসে সুপারের। শুক্রবার ছিল সুপারের কাজের শেষ দিন।
প্রায় সাড়ে ছ`ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন মালদা জেলার সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলার স্বাস্থ্য কর্তারা। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘেরাও ওঠে। গত মাস তিনেক আগেই চাঁচোল মহকুমা হাসপাতালের সুপারে দায়িত্ব পান সুবর্ণ গোস্বামি। হাসপাতালে আসার পরেই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট হন তিনি। বেশকিছু উন্নয়নের কাজ শুরুও করেন। দিনসাতেক আগে হঠাত্ই বদলির নির্দেশ আসে সুপারের। শুক্রবার ছিল সুপারের কাজের শেষ দিন।
সুপার বদলির প্রতিবাদেই স্থানীয় বাসিন্দারা ঘেরাও করেন জেলা সহকারি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য কর্তাদের। চাঁচোল মহকুমা হাসপাতালেই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। খবর পেয়ে রাত নটা নাগাদ উত্তর মাদার সাংসদ মৌসম বেনজির নূর হাসপাতালে যান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বিক্ষোক্ষকারীদের সঙ্গে সহমত পোষন করেন তিনি। ফোন করেন জেলা শাসককে। বিক্ষোভকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন জেলাশাসক। জেলাশাসকের থেকে বদলি নির্দেশ স্থগিত রাখার আশ্বাস পেয়েও ঘেরাও তুলে নেন বিক্ষোভকারীরা।