টেটের ফর্ম বিলিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চরম বিশৃঙ্খলা

টেটের ফর্ম বিলিকে ঘিরে বিশৃঙ্খলা চরমে রাজ্যজুড়ে। গতকালের পর আজও একই ছবি জেলায় জেলায়। চূড়ান্ত অব্যবস্থা। এমনকি শুরু হয়ে গিয়েছে, ফর্মের কালোবাজারিও। পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় এমনই কাণ্ড সামনে এসেছে। অভিযোগ, সেখানে ব্যাঙ্কের বাইরেই টাকা দিয়ে ফর্ম কিনতে পাওয়া যাচ্ছে।

Updated By: Jul 3, 2015, 05:14 PM IST
টেটের ফর্ম বিলিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে চরম বিশৃঙ্খলা

ব্যুরো: টেটের ফর্ম বিলিকে ঘিরে বিশৃঙ্খলা চরমে রাজ্যজুড়ে। গতকালের পর আজও একই ছবি জেলায় জেলায়। চূড়ান্ত অব্যবস্থা। এমনকি শুরু হয়ে গিয়েছে, ফর্মের কালোবাজারিও। পূর্ব মেদিনীপুরে হলদিয়ায় এমনই কাণ্ড সামনে এসেছে। অভিযোগ, সেখানে ব্যাঙ্কের বাইরেই টাকা দিয়ে ফর্ম কিনতে পাওয়া যাচ্ছে।

ইসলামপুরে আবেদনকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করে RAF। উত্তেজনা ছড়িয়েছে আলিপুরদুয়ারেও। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন আবেদনকারীদের অনেকে। তিন জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। মুর্শিদাবাদে বহরমপুরেও পরিস্থিতি উত্তপ্ত। এখানে আবেদনকারীদের বিক্ষোভ আছড়ে পড়ে ব্যাঙ্কে। বাঁচতে শাটার ফেলে ব্যাঙ্ক বন্ধই করে দেয় কর্তৃপক্ষ। বাইরে তখন তুলকালাম। পরিস্থিতি সামলাতে পুলিসের পাশাপাশি নেমেছে RAF।  বিক্ষোভের মুখে পড়ে দমদম ক্যান্টনমেন্টে, তিনটের বদলে পাঁচটা পর্যন্ত ফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক।  ফর্ম তুলতে কেউ লাইন দিয়েছেন রাত বারোটা থেকে, তো কেউ ভোর থেকে দাঁড়িয়ে। এমনই বেহাল অবস্থা। লাইনে দাঁড়িয়ে লাখো আবেদনকারী। অথচ ফর্ম নামমাত্র। 

.